কুকুরের ও মন আছে
প্রকাশিত: মে ১১, ২০১৮
লেখকঃ vickycherry05

 1,799 বার দেখা হয়েছে

এই লেখক এর আরও লেখা পড়ুনঃ vickycherry05

লেখকঃ Maliha Sikder Nupur
(মে – ২০১৮)

আনেক দিন আগে একটি ছোট্ট কুকুরছানা ক্ষুধার্তের জন্য রাস্তায় কান্না করছিলো ৷ তখন একজন মানুষ এটা দেখে তার খারাপ লাগে তাই তার পকেটে হাত দিয়ে দেখল মাত্র দশ টাকা ছিলো তারপরও সে তার টাকা দিয়ে দুটো রুটি কিনে কুকুর ছানাকে খেতে দেয় ৷
কুকুর সেই রুটিটা খায় তারপর থেকে কুকুরটা লোকটার পিছ পিছ চলা শুরু করে এটা দেখে লোকটা খুশি হয়ে ছানাটিকে কোলে নিয়ে নিজের বাসায় নিয়ে আসে ৷

লোকটা কুকুরটাকে খুব যত্ন সাথে পালন করে বড় করে এবং কুকুরটা লোকটাকে মালিকের মতো ভাবতে শুরু করে ৷

এভাবে চলে গেল পাচঁ বছর ৷
এখন কুকুরটা ভালোই বড় হয়ে গেছে ৷

হঠাৎ একদিন মালিক তাদের বাড়ির ছাদে মই নিয়ে পেরেক লাগাতে গিয়ে সেখান থেকে সে পরে যায় তার মাথার থেকে খুব রক্তক্ষরন হয় এটা দেখে কুকুর আতঙ্কিত হয়ে পরে এবং খুব জোরে ঘেউঘেউ করা শুরু করে ৷ কেউ আসলো না কুকুরের ডাকে, তাই কুকুরটি রাস্তায় যায় ঘেউঘেউ করছিলো আর চোখ দিয়ে অশ্রু পরছিলো সে সবাইকে বলতে চেয়েছিল যে আপনারা সবাই একটু সাহায্য করুন তাও কেউ বুঝলো না ৷ অবশেষে কুকুরটা মানুষের কাপড়চোপড় কামড়ানি দিয়ে নিয়ে আসতে চায় তাই সবাই কুকুরটাকে লাঠি পিটাই করে এতে কুকুরটা রক্তাক্ত হয়ে যায় ৷ তারপরও কুকুরটা তার মালিককে বাচাঁনোর আপ্রাণ চেষ্টা করেছিলো৷ কুকুরটা অবশেষে একটা মসজিদ এর সামনে গিয়ে ঘেউঘেউ করতে লাগলো, হুজুর এই ঘেউঘেউ শুনে বাইরে এসে দেখে একটা কুকুর রক্তাক্ত অবস্থায় মসজিদের বাইরে দাড়িয়ে ঘেউঘেউ করছিলো তাকে দেখে কুকুরটা কান্না অবস্থায় হুজুরের সামনে মাথা নত করে এবং এই দেখে তিনি অবাক হন এবং বলেন কি হয়েছে তোমার আমায় বলো,
তখন কুকুরটা মাথা উঠিয়ে ঘেউঘেউ করে হুজুরের পোষাক টানছে এই দেখে হুজুর বললেন তুমি কি আমাকে কিছু দেখাতে চাও তখন সাথে সাথে কুকুরটা মাথা নাড়ালো ৷ তখন হুজুর বলেন ঠিক আছে তুমি আগে যাও আমি তোমার পিছে আসছি ৷
কুকুরটা মালিকের বাড়ি ছাদে নিয়ে আসলো তখন হুজুর এটা দেখে কেঁদে ফেলল এবং মালিকের কাছে গিলে দেখেন সে আর এই দুনিয়াতে নেই ৷ চলে গেছেন না ফেরার দেশে, হুজুর মানুষ ডাকলেন তার লাশ নিয়ে গেলেন সবাইকে জানালেন আমরা মানুষ হয়েও যা পারি না সেটা একটা কুকুর করার আপ্রাণ চেষ্টা করে ৷ হুজুর সব ঘটনা সবাইকে বললেন এবং তিনি মুখে বলতে পারছিলো না তিনি কান্নায় ভেংগে পরে ৷
মালিককে শেষ গোষল কারানো হল তারপর তাকে জানাযা দিবে তখন কুকুরটার চোখ দিয়ে পানি পরছিলো ৷ জানাযা দেওয়ার পর থেকে কুকুরটা রোজ মালিকের কবরের পাশে বসে থাকে আর কান্না করে ৷ এভাবে চলে গেল নয় বছর এবং কোনো এক বিকালে কুকুরটা তার মালিকের কবরের পাশে বসা অবস্থায় মরে যায় ৷

মূলকথা : কুকুর বলে তুচ্ছ করবেন না ৷ এদের বোঝার চেষ্টা করবেন ৷

সম্পর্কিত পোস্ট

পূনর্জন্ম

জুয়াইরিয়া জেসমিন অর্পি . কলেজ থেকে ফিরেই পিঠের ব্যাগটা বিছানায় ছুড়ে ফেললো অন্বেষা। তারপর পড়ার টেবিলের কাছে গিয়ে চেয়ার টেনে নিয়ে ধপ করে বসে দুই হাত দিয়ে মাথাটা চেপে ধরলো।প্রচণ্ড মেজাজ খারাপ ওর। আজ ওদের সেমিস্টার ফাইনালের রেজাল্ট দিয়েছে। একদমই ভালো করেনি সে। যদিও শুরু...

অনুভূতি

অনুভূতি

লেখা: মুন্নি রহমান চারদিকে ফজরের আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। বাইরে এখনো আবছা অন্ধকার। তড়িঘড়ি করে বিছানা ছাড়লো মালা। ঘরের কাজ সেরে বের হতে হবে ফুল কিনতে। তাড়াতাড়ি না গেলে ভালো ফুল পাওয়া যায় না আর ফুল তরতাজা না হলে কেউ কিনতে চায় না। মাথার ওপরে তপ্ত রোদ যেন...

অসাধারণ বাবা

অসাধারণ বাবা

লেখক:সাজেদ আল শাফি বাসায় আসলাম প্রায় চার মাস পর। বাবা অসুস্থ খুব।তা নাহলে হয়তো আরও পরে আসতে হতো।গাড়ি ভাড়া লাগে ছয়শো পঁচিশ টাকা।এই টাকাটা রুমমেটের কাছ থেকে ধার নিয়েছি।তার কাছে এই পর্যন্ত দশ হাজার টাকা ঋণ হয়েছে।বলি চাকরি হলেই দিয়ে দিব। পড়াশোনা শেষ করে দুই বছর...

০ Comments

Submit a Comment

Your email address will not be published. Required fields are marked *